বৈলতলী ফাউন্ডেশন চট্টগ্রামের বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন

0

সিটি নিউজ ডেস্ক : চন্দনাইশে বৈলতলী ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে বৈলতলীর বিভিন্ন পয়েন্টে শতাধিক ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকালে বৈলতলী ফাউন্ডেশন চট্টগ্রামের আহবায়ক কে এম ইমরান বকর ও সচিব আবু মনসুরের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী আরাফাত , জালাল উদ্দীন সাঈদ, রাশেদুল ইসলাম, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান, মুরাদুল ইসলাম, ইয়াসির আরাফাত, কাজী মোহাম্মদ আল আসিম, মোঃ উমর ফারুক, ইয়াসির আরাকান, আসলাম তানিম, আবদুল করিম।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ সবুজ দেশ গড়তে বৃক্ষরোপন ও পরিচর্যার বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপন করতে হবে। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি পূরণেও কৃষির প্রসার ঘটানোর তাগিদ দেন বক্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.