সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

0

জসিম উদ্দিন, টেকনাফ: টেকনাফে ৪২বিজিবির জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে সাড়ে ৪কোটি টাকা মূল্যের দেড় লক্ষ পিচ ইয়াবা সহ মিয়ানমারের ১নাগরিককে আটক করেছে বিজিবি। তাকে মাদক আইনে মামলা রুজু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সুত্র জানায়, ৬অক্টোবর মঙ্গলবার মধ্যরাতের পর সদর বিওপির কোম্পানী কমান্ডার শামসুল আলমের নেতৃত্বে জওয়ানেরা ১নং স্লুইচ গেইট সংলগ্ন জ্বালিয়াপাড়াস্থ গফুর মেম্বারের প্রজেক্টের সামনের নাফনদীতে অভিযান চালিয়ে ৪কোটি ৫০লক্ষ টাকা মূল্যের ১লক্ষ ৫০হাজার পিচ ইয়াবা সহ মিয়ানমারের ঐনাগিরককে আটক করতে সক্ষম হয়।

আটক মিয়ানমারের নাগরিক আকিয়াব জেলার মংডু থানার ডেইলপাড়া গ্রামের আমির আহমদের ছেলে মোঃ রাহামত উল্লাহ(২০)।

৪২বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ জাফরুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে খবর পায় যে, নাফনদী দিয়ে জ্বালিয়াপাড়ায় ইয়াবার বিশাল একটি চালান অনুপ্রবেশ করবে। সংবাদের ভিত্তিতে ঐএলাকায় বিশেষ টহল দল জোরদার করা হয়। ভোর রাতে ১টি নৌকা দাঁড় বেয়ে দ্রুতগতিতে ১নং স্লুইচগেইট এলাকায় পৌছলে বিজিবি চ্যালেঞ্জ করে নৌকাটি তল্লাশী চালিয়ে ইয়াবার বড় চালান উদ্ধার পূর্বক ঐযুবককে আটক করে। এব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.