চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৫৮ জনের করোনা শনাক্ত

0

সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১১০ জন।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫৯টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর মধ্যে ৫১জন এবং উপজেলার ৭ জন।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় ৬জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০১টি নমুনা পরীক্ষায় ২৩জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৮জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষায় ২১জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে এই দিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হয়নি। এ ছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.