জাতিসংঘের সাবেক সভাপতি গ্রেফতার

0

আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ গ্রহণের মামলায় জাতিসংঘের সাধারণ পরিষদের সাবেক সভাপতি জন এ্যাশকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। চীনের এক রিয়েল এস্টেট মুঘলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় এ্যাশসহ আরও পাঁচজনকে মঙ্গলবার গ্রেফতার করা হয়।

ফেডারেল আদালত থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাঁচ লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ ঘুষ নেন এ্যাশ। এই অর্থ নিয়ে নিউইয়র্কের ডবস ফেরির বাড়িতে একটি বাস্কেটবল কোর্ট নির্মাণ করেন তিনি। একই সঙ্গে পরিবারের অবকাশ যাপনের জন্যও ব্যয় করেন ঘুষের অর্থ।

আইনজীবীরা জানিয়েছেন, জাতিসংঘে নিজের অবস্থান দেখিয়ে ব্যবসায়ীদের সরকারি সুবিধা আদায় করিয়ে দেওয়ার কথা বলে ঘুষ নিয়েছেন এ্যাশ।
এ্যাশ ২০১৩ সালে ৬৮তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে তিনি জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কার্যক্রমের সঙ্গেও যু্ক্ত ছিলেন। সূত্র : এপি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.