দূর্ঘটনা নয়, পরিকল্পিত ঘটনা

0

সিটিনিউজবিডি : সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না।’তিনি এ ধরনের ঘটনার বিষয়ে সবাইকে সর্তক থাকারও আহ্বান জানান।

বুধবার মিরপুর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটিতে (ডিওএইচএস) এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিদেশী হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ ঘটনা দেখে মনে হয় এটা কোন দূর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে কোনো না কোনো মহল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। যখন আমরা কোনো অর্জন করি বা প্রশংসিত হই তখন এমন একটা ঘটনা ঘটানো হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।’

তিনি বলেন, ‘আমি আপনাদের এইটুকু আশ্বাস দিতে পারি আজকে বাংলাদেশের অবস্থান আর্ন্তজাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে এ ধরনের ঘটনা ঘটিয়ে কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।’

‘এ ব্যাপারে সবার সহযোগিতা চাই, আপনারা সকলে এ ব্যাপারে সর্তক থাকবেন। যাতে বাংলাদেশের অগ্রগতি আর কেউ যেন ব্যাহত করতে না পারে।’
হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন ঢাকায় ও রংপুরে বিদেশী নাগরিক হত্যার শিকার। রংপুরে যিনি মারা গেছেন জাপানের একজন নাগরিক তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিয়মিত নামাজ পড়তেন অথচ তাকে নির্মম ভাবে হত্যা করা হলো। আমরা এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং ইতোমধ্যে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিয়েছি।’

সরকারকে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিনিয়ত, সন্ত্রাস, জঙ্গিবাদ, নানা ধরনের ষড়যন্ত্রেও বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হয় তা যদি করতে না হতো তাহলে হয়তো আমরা বিশ্বে বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারতাম।’

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহতভাবে আমাদের মোকাবেলা করতে হচ্ছে।’
পিলখানার ঘটনাসহ বিভিন্ন সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় ও অন্যান্য দুর্ঘটনায় শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর ৬৮ জন কর্মকর্তার পরিবারের মাঝে ৭৪টি স্বয়ংসম্পূর্ণ ফ্ল্যাট হস্তান্তর এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিন বাহিনী প্রধানসহ দেশি-বিদেশী উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.