সাংবাদিকদের পরিচয়পত্র ফেরত দিল হেফাজত শিক্ষার্থীরা

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রামের বৃহৎ কওমি মাদ্রাসা আল্লামা শফী নিয়ন্ত্রিত হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে

চট্টগ্রাম জেলার বৃহৎ কওমি মাদ্রাসা হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় পেশাগত দায়িত্ব পালনকালে ছিনিয়ে নেয়া পরিচয়পত্র অবশেষে ফেরত দিয়েছে হেফাজত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে ওইসব পরিচয়পত্র হস্তান্তর করে হেফাজতের শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল।

এর আগে ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পরিচয়পত্র ছিনিয়ে নেয়া হয়। পরে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ ছাড়াও সাংবাদিক নেতাদের তীব্র প্রতিবাদের মুখে হাটহাজারী উপজেলা প্রশাসনের কাছে কার্ডগুলো ফেরত দেয়।

এ প্রসঙ্গে একাধিক সাংবাদিক নেতা বলেন, প্রমাণিত হলো হেফাজত সন্ত্রাসীরা গত ১৯ সেপ্টেম্বর তাদের আমীরের জানাজায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আইডি কার্ড ছিনিয়ে নিয়েছিল। এ কার্ড ফেরত পেতে বিবৃতি, নিন্দার পাশাপাশি পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দিতে হয়েছিল। এরপর তারা হাটহাজারী উপজেলা প্রশাসনের কাছে কার্ডগুলো ফের পাঠিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.