বিসিকে স্ট্রাটেজিক প্লান প্রশিক্ষণ সমাপ্ত

0

সিটি নিউজঃ ঢাকায় বিসিক কর্মকর্তাদের ৩ দিনব্যাপী স্ট্রাটেজিক প্লান বিষয়ক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। সোমবার বিকেলে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ প্রশিক্ষণ শেষ হয়। কর্মশালা শেষে কর্মকর্তাদের মাঝে সনদ প্রদান করা হয়।

বিসিকে যোগদান করা নতুন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। দুই ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচে ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে কৌশলগত পরিকল্পনা, সংস্থার লক্ষ এবং উদ্দেশ্য বাস্তবায়ন, ব্যবসায়িক পরিকল্পনা প্রনয়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়নসহ কৌশলগত পরিকল্পনার প্রতিটি ধাপ হাতে কলমে শেখানো হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত। সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.