বিএনপির নেতা রিজভী হাসপাতালে ভর্তি

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহুল কবির রিজভীর হার্ট অ্যাটাক হয়েছে, তিনি এখন ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর বিষয়ে জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন রিজভীর চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।

রুহুল কবির রিজভী আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর দুপুর ১টার দিকে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যান।

দলীয় কার্যালয়ে যাওয়ার পর দুপুর সোয়া ১টার দিকে রিজভী অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা এখনি রিজভীর সার্বিক শারীরিক অবস্থা নিয়ে কিছু বলতে চাচ্ছেন না। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.