ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ

0

সিটি নিউজঃ সারাদেশে ধর্ম অবমাননার কল্পিত অভিযোগ তুলে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলাসহ সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধের দাবিতে চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এসময় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত হামলা-সন্ত্রাস বন্ধ না হলে চট্টগ্রাম থেকে ঢাকায় লংমার্চের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।

সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, ধর্ষণ, লুঠপাট ও সহিংসতা আজ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে। সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায় নারীদের ওপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে। এর বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে তৃণমূল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য নাগরিক সমাজ ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সকলের প্রতি উদ্যাত্ত আহ্বান জানান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচী দেশব্যাপী গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচীর পালন করা হয়।

আজ শনিবার (৭ নভেম্বর) ঐক্য পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে নিউমার্কেট মোড়ে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় নিউমার্কেট মোড়ের কর্মসূচিতে। সকাল ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ের পূর্বপ্রান্ত অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলে। তখন ওই মোড় থেকে কোতোয়ালী মোড়ের দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ১১টার পর থেকে জনসমাগম বাড়তে থাকে। কয়েক হাজার লোকের উপস্থিতিতে নিউমার্কেট মোড়ের চারপাশ একপর্যায়ে অবরুদ্ধ হয়ে যায়। তখন নিউমার্কেট মোড় থেকে সদরঘাট, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজারের দিকের সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসব সড়কের আশপাশের এলাকায় যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও সড়কে অবস্থান নেওয়া ঠেকাতে তাদের বাধা দিতে দেখা যায়নি।

ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পরিমল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. জীনবোধি ভিক্ষু, চট্টগ্রাম উত্তরের সভাপতি রনজিৎ দে, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক শ্যামল ‍কুমার পালিত, নগর কমিটির সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন তালুকদার, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ, যুব ঐক্য পরিষদের নগর কমিটির সাধারণ সম্পাদক রুবেল পাল।

পটিয়া উপজেলাঃ উপজেলা সভাপতি ডা: দিলীপ ভট্টাচার্য্যে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ (দীপু), জিতেন গুহ, ঋষি বিশ্বাস, মাস্টার শ্যামল দে, প্রবোধ রায়, রাজু দাশ হিরো, উত্তম দে, অধ্যাপক ভগীরত দাশ, দেবষি চক্রবর্তী, শিল্পী মিত্র, লাকী দাশ, যদু রঞ্জন চৌধুরী, বিশ্বজিৎ দাশ, প্রণব দাশ, টিটু দে, সুশীল নাথ, বিপ্লব চৌধুরী, জুয়েল দাশ, দিলীপ দেব নাথ, বিপ্লব চক্রবর্তী রিগ্যান, চন্দন দে, লাকী দে, সুমি দে, শিমুল চক্রবর্তী, কাজল চৌধুরী, অঞ্জন চৌধুরী, মাধব সর্দ্দার, নিশান চক্রবর্তী, অজয় দেবনাথ, অজিত চক্রবর্তী, রুপক হোড়, রিংকি দেব, সুবল আর্চায্য, প্রণব দত্ত, সুমন সর্দ্দার, বিধান নাথ, রনধীর চক্রবর্তী প্রমুখ।

ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ

সাতকানিয়া উপজেলাঃ উপজেলা সহ সভাপতি আশুতোষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রিপন দাশ সুজন, ইঞ্জি. লিখন কান্তি দাশ, সৈকত পালিত রাসেল, বিধান চৌধুরী শিবু (মেম্বার), নির্মল দাশ (মেম্বার), বটন বাবু, ডাক্তার চন্দন দাশ গুপ্ত, পোপন ধর, কানু মজুমদার, রাসেল ধর, সাধারণ সম্পাদক জুয়েল দাশ, বাগীশিক এওচিয়া ইউনিয়ন সংসদের উপদেষ্টা দোলন দাশ, সহ সম্পাদক কমল দাশ, বাগীশিক ছদাহা ইউনিয়ন সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয় দাশ, বাগীশিক বাজালিয়া ইউনিয়ন সংসদের আহ্বায়ক কমিটির সদস্য অভি বৈদ্য, রতন কন্ডাক্টর, উজ্জল মল্লিক, দিবাকর দাশ, সৌরভ সুশীল, রুপন চৌধুরী, সুমন দাশ, যীশু দাশ, দিলীপ পালিত প্রমুখ।

লোহাগাড়া উপজেলাঃ মাস্টার অসীম দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর। এতে আরো বক্তব্য রাখেন সুভাষ নাথ, প্রকৌশলী রতন দাশ, রিটু দাশ বাবলু, গোপাল কান্তি বড়ুয়া, রিটন দাশ, সাবেক প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল, মাস্টার খোকন কান্তি নাথ, মাস্টার প্রদীপ কুমার দাশ, মাস্টার সুজিত পাল, প্রসেনজিৎ পাল, প্রশান্ত মহাজন, পলাশ দাশ, তুষার কান্তি বড়ুয়া, খোকন চন্দ্র দাশ, কাঞ্চন আচার্য্য, টিটু মহাজন, মাস্টার রিটন বিশ্বাস, রাজিব কান্তি দাশ, দিপক ভট্টাচার্য, রিটন সুশীল, বাবু দাশ, সমীর দাশ, মিহির সরকার, রাজিব রুদ্র, অনুপম দাশ, মিটন ধর, শিবানন্দ রুদ্র, সবুজ দপ্ত, কল্যাণ দাশ, হারাধন পাল, রনজিৎ নাথ প্রমুখ।

ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ
ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ

চন্দনাইশ উপজেলাঃ চন্দনাইশ উপজেলা সহ সভাপতি উৎপল রক্ষিতের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিষ্ণুযশা চক্রবর্তী। এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগ, মেম্বার এস.এম জামাল উদ্দীন, লোকমান হাকীম, মেম্বার শাহ আলম। এতে বক্তব্য রাখেন বলরাম চক্রবর্তী, সমীরন দাশ তপন, কুন্তল বড়–য়া, শ্যামল চক্রবর্তী, কৃষ্ণ চক্রবর্তী, প্রবীন দাশ সুমন, রুপম সুশীল, সুজন সরকার, বিকাশ নাথ, জহুর লাল দাশ, বাবু দাশগুপ্ত, রুপক ঘোষ, উজ্জ্বল বড়–য়া, রনজিত দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবলা তালুকদার ও সৈকত দাশ ইমন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.