উখিয়া শীর্ষ মানবপাচারকারী রুস্তম আটক

0

শহিদুল ইসলাম, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া থানা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মানব পাচারকারী রুস্তম আলী (৪৭) অবশেষে পুলিশের নিকট ধরা পড়েছে। শীর্ষ মানব পাচারকারী গ্রেফতার হওয়ায় উখিয়া সহ কক্সবাজারের সচেতন মহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মানবপাচারকারী এলাকায় মিষ্টি বিতরণেরও খবর পাওয়া গেছে। ভূক্তভোগী পরিবারের লোকজন জানিয়েছেন রুস্তম আলীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। ইনানী পুলিশ ফাঁড়ির আইসি প্রেমানন্দ মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার সময় জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া বাজারস্থ একটি কুলিং কর্ণার থেকে শীর্ষ মানব পাচারকারীকে আটক করে।

আটককৃত মানব পাচারকারী জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানা, কক্সবাজার বিভিন্ন থানা ও সিআইডিতে ১০-১২ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। মানবপাচারকারীকে দেখতে থানায় উৎসুক জনতার ভিড় লেগে যায়। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত মানবপাচারকারীকে উখিয়া থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি প্রেমানন্দ মন্ডল বলেন, প্রতি রাতেই উপকূলে মানবপাচারকারী ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.