নুর হোসেন গণতন্ত্রের জ্যান্ত পোষ্টার হিসেবে বাঙালির চেতনায় সজিব থাকবেঃ নগর যুবলীগ

0

সিটি নিউজঃ শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের আলোচনা সভায় বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে এসে দেশকে সামরিক শাসন মুক্ত করতে আন্দোলন শুরু করেন। সামরিক তন্ত্রের মোড়কে তখন ৭১ এর পরাজিত অপশক্তির সরকার নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তখন নির্বাচনের নামে কেন্দ্র দখল, ভোটের বাক্স ছিনতাই এবং গণতন্ত্র ভুলুন্ঠিত ছিল।

নুর হোসেন ছিল গনতন্ত্রের মানব পোষ্টার। স্বৈরচার নিপাত যাক গনতন্ত্র মুক্তিপাক এই শ্লোগান আন্দোলনকামী নেতাকর্মীদের প্রেরণা হিসেবে স্বৈরাচারের ভীত কার্পিয়ে সারা বাংলায় স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। সেই ছবিটি বাঙালির চেতনায় আজীবন সজিব থাকবে।

আজ মঙ্গলবার চট্টগ্রাাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংগঠনের যুগ্ম আহবায়ক যথাক্রমে দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে দিদারুল আলম দিদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, মাহবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আবদুল আওয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, এস এম ফারুক, আব্দুল হাই, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলী বাহাদুর, কাজী রাজিশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরোয়ার্দি, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: হোসেন প্রমুখ।

সভায় বক্তাগণ সুস্থধারার রাজনীতিতে যুবসমাজকে উদ্ভুদ্ধ করতে যুবলীগ নেতাকর্মীদের প্রতি সমাজে কাজ করার অনুরোধ জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.