পিআইবি-সিইউজের উদ্যোগ সাব এডিটরদের জন্যে বুনিয়াদি কর্মশালা

0

চট্টগ্রাম অফিস  :      বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) বাংলাদেশে অনুরূপ চর্চার ক্ষেত্র তৈরি করেছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, গুণগত মান বৃদ্ধি এবং কৌশল রপ্ত করায় প্রশিক্ষণের বিকল্প নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ উন্নত দেশে খ্যাতনামা সাংবাদিকেরাও নিয়মিত প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন নিজেকে হালনাগাদ রাখার জন্য। পিআইবি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সহসম্পাদকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে (শুক্রবার) সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি এজাজ ইউসুফী। বিশেষ অতিথি ছিলেন পিআইবির উপপরিচালক মো. জাকির হোসাইন। পিআইবির কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনের সঞ্চালনায় বক্তব্য দেন সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিইউজের যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, কর্মশালা আয়োজন উপ কমিটির আহবায়ক রাশেদ মাহমুদ।
উপাচার্য বলেন, ‘সিইউজে একটি গৌরবদীপ্ত-ঐতিহ্যবাহী সংগঠন। ইদানীং বাংলাদেশে সাংবাদিকদের যারা সাংঘাতিক বলে আখ্যায়িত করেন তাদের প্রতি আমি ঘৃণা জানাই। আমি বলবো নিজেকে অন্যের দৃষ্টিতে দেখতে হবে। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজেকে দেখা যায়।’
তিনি বলেন, ‘আজকের নতুন জ্ঞান আগামী দিনে পুরোনো হয়ে যায়। বর্তমান বলে আসলে কিছু নেই, বর্তমান হচ্ছে অতীত আর ভবিষ্যতের মেলবন্ধন। তেমনি সাংবাদিকদেরও প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তি, আইন, ঘটনাপ্রবাহ, প্রবণতা ইত্যাদি সম্পর্কে সচেতন হতে হবে।’
‘চট্টগ্রামে বিসিএস ক্যাডারদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছেÑএটি চমৎকার সুযোগ। আমরা নিজেরাও সেখানে ক্লাস নিতে পারবো।’ যোগ করেন উপাচার্য।
তিনি বলেন, ‘এদেশ আমাদের। তাই ইতিবাচকভাবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। যদিও আমাদের অনেক সংকট, দুর্বলতা, আত্মসমালোচনার জায়গা আছে।‘
মো. জাকির হোসাইন বলেন, ‘পিআইবি সাংবাদিকতার ওপর ১০ মাসের ডিপ্লোমা কোর্স চালু করেছে। আশা করি ২০১৬ সালে আমরা সাংবাদিকদের জন্য মাস্টার্স কোর্স চালু করতে পারবো। এ লক্ষ্যে ইতিমধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। গত বছর সারা দেশে ৯১টি প্রশিক্ষণ কর্মশালা করেছি আমরা।’
হাসান ফেরদৌস বলেন, ‘শুধু রুটি-রুজির আন্দোলনে সীমাবদ্ধ না থেকে আমরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে চাই। এ লক্ষ্যে পিআইবির মাধ্যমে এ কর্মশালার আয়োজন। এর আগে আমরা আরও ছয়টি কর্মশালা করেছি।’
এজাজ ইউসুফী বলেন, ‘আজ আমাদের জন্য গৌরবের দিন। এবার সাহিত্যে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি একজন সাংবাদিক এবং নারী। সাংবাদিকদের ফিচারধর্মী লেখা যে নোবেল পুরস্কার পেতে পারে তিনি তা-ই দেখিয়েছেন।’
তিনি বলেন, ‘প্রতিমুহূর্তে সাংবাদিকতার সংজ্ঞা পরিবর্তন হচ্ছে। সংবাদ মাধ্যমে সুন্দরভাবে একটি প্রতিবেদন উপস্থাপনে সহসম্পাদকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের জন্যই তিন দিনের এ বুনিয়াদি কর্মশালা।’
সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গতকাল অর্থনীতি-বিষয়ক রিপোর্টিং কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফারুক ইকবাল। আজ সমাপনী দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. আলী আর রাজী, পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর প্রশিক্ষণ দেবেন।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন চবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. আলী আর রাজী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.