খাগড়াছড়ির রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

0

শ্যামল রুদ্র, খাগড়াছড়িঃ রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ডিসেম্বর বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রামগড় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্যাহ মারুফের সভাপতিত্বে পুস্পমাল্য অর্পণ করেন- উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, রামগড় পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম কামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

১৯৭১ সালের এইদিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে পাকিস্তানি সেনারা রামগড় ত্যাগ করে। ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও মুক্তি বাঙালি জনতা জয় বাংলা স্লোগান দিয়ে রামগড় প্রবেশ করে এবং ঐদিন মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মরহুম সুলতান আহমেদ মুক্তিকামী জনতা নিয়ে রামগড় ডাকঘরের সামনে লাল-সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.