সীতাকুন্ডে ২৫৩ জন বিদেশির জন্য বাড়তি নিরাপত্তা দিচ্ছে প্রশাসন

0

কামরুল ইসলাম দুলু  :   সম্প্রতি ঢাকা ও রংপুরে বিদেশি নাগরিক হত্যার ঘটনার পর সীতাকুন্ডে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত ২৫৩ জন বিদেশী নাগরিকের জন্য পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্হা জোরদার করেছে সীতাকুন্ড থানা পুলিশ। এ প্রসঙ্গে সীতাকুন্ড থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ২৫৩ জনের বাইরে কোন বিদেশী থাকলে এবং যদি নিরাপত্তা চান, তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

এছাড়া কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিদেশি আবাসিক ছাত্রদের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দেখছেন বলে দাবি করেন তিনি।পুলিশ সূত্র জানায় উপজেলার বিভিন্ন শিল্প কারখানায় বিদেশি নাগরিকরা কাজ করছে। আবার অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করছে।

যেসব স্থানে বিদেশি নাগরিকরা অবস্থান করছে তা হলো- পন্থিছিলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পে ১৩ জন, পিএইচপি গ্লাস ফ্যাক্টরিতে ১০ জন, আবুল খায়ের স্টীল মিলে ১১৬জন, কুমিরায় কর্ণফূলী ও কদমরসুলে স্যানম্যান টেক্সটাইল মিলে ৩ জন, স্টীল মিলে ৫ জন, ছোট কুমিরায় কেওয়াইসিআর কারখানায় ২৩ জন, বাড়ববকুন্ডে চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে ১০ জন ও কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন।

এছাড়া সীতাকুন্ডের কয়েকটি অটো রি রোলিং মিলে টুরিস ভিসা নিয়ে কয়েকজন বিদেশি প্রকৌশলী চুক্তি ভিত্তিক কাজ করছেন।

এছাড়া প্রায় দেড় শতাধিক শিপ ব্রেকিং ইয়ার্ডে বিদেশ থেকে আসা স্ক্র্যাপ জাহাজগুলো বিচিং করেন অধিকাংশ বিদেশি নাগরিক। এর বাইরেও শিপ ব্রেকিং ইর্য়াডগুলোতে পরিবেশ দুষণসহ নানা ইস্যুতে বিদেশি নাগরিকরা কাজ করছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.