রাজনীতির কর্মী সৃষ্টির কারিগর ছিলেন মহিউদ্দিন চৌধুরী

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সফল মেয়র চট্টল বীর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন বাবু বলেন, রাজনৈতিক কর্মী সৃষ্টি সৃজনশীল সুনীপুন কারিগর ছিলেন মহিউদ্দিন চৌধুরী।  শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের নেতা ছিলেন মহিউদ্দিন চৌধুরী।  জনগণের ভাষা স্বার্থ মনের কথা বুঝতে পারতেন তিনি।  ’৬৯ এর গণঅভূত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যার পর বিদ্রোহ, বিপন্ন মানুষ রক্ষা এবং সেবার মধ্য দিয়ে সাধারণ ও গণমানুষের নেতায় পরিণত হন।  মানুষের দুঃখ কষ্ট পাশে থাকায় ছিল তার প্রশান্তি।  চট্টগ্রামের মানুষ সংকট কালে মহিউদ্দিন চৌধুরীর মুখে দিয়ে চেয়ে থাকত।  মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম মানুষের জন্য বটবৃক্ষ। মহিউদ্দিন চৌধুরীর তুলনা মহিউদ্দিন চৌধুরী নিজেই।  চট্টগ্রাম শহরে তার কোন বিকল্প নেই।

উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান চৌধুরী, রেজাউর রহমান মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন তানিম, ওবাইদুল হাসনাইন আলভী, এস.এম. হোসেন রুমান, মোঃ সিরাজ উদদ্দৌল্লা, মোঃ আকিবুল হোসেন, মোহাম্মদ সোহেল, হাবিবুর রহমান জিলানী, হায়দার আলী আকাশ, মোঃ রাহি, সিপাত রায়হান, আদনান শাহরিয়ার, সাইফুল আলম অয়ন, সৈয়দ রোহান, আরমান আলী, শফিকুল ইসলাম রাকিব, চৌধুরী আরাফাত, ইমন দত্ত অভি, মোঃ হৃদয় খান, রাকিব দাশ, আহনাফ আলভী, জায়েদ হাসান জীবন, আকবর হোসেন সানি প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.