করোনায় চমেকের আরও এক চিকিৎসকের মৃত্যু

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মেডিকেল কলেজের কোভিড শনাক্তকরণ আরটিপিসিআর ল্যাবর চিকিৎসক ড. মোহাম্মদ হাসান মুরাদ (৪৫) মৃত্যুবরণ করেছেন।

আজ সোমবার (২১ ডিসেম্বর) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ ন ম মিনহাজুর রহমান।  তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মৃত হাসান মুরাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন।  তিনি চমেকের করোনার সংক্রমণ শনাক্তকরণ ল্যাবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি চমেকের ৩৫ ব্যাচের ছাত্র ছিলেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ নম মিনহাজুর রহমান বলেন, হাসান মুরাদ কোভিড এনকাফালাইটিসে আক্রান্ত হন। করোনার সংক্রমণের পর অক্সিজেনের অভাবে তার ব্রেইন আক্রান্ত হয়।  অসুস্থ অবস্থায় তাকে গত ৬ ডিসেম্বর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। গেলো দুইদিন ধরে তার অবস্থার অবনতি হয়।

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত চট্টগ্রামের ১৪ জন চিকিৎসক মারা গেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.