বার আউলিয়ায় চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, মটরযান আইন’ এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা বৃদ্ধি রোধ কল্পে চালক, হেলপারদের সচেতন করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় চট্টগ্রামের সীতাাুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গনে উক্ত কর্মশালার আয়োজন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওন ও বার আউলিয়া হাইওয়ে থানা।

উক্ত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করনীয়, যাত্রীদের সাথে হেলপার ও ড্রাইভারদের আচরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসুচীতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহেদী।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক বাবুল মিয়া বাবলা, এসআই আবুল হাসনাত, এসআই মোঃ রুহুল আমিন, শ্রমিক নেতা মোঃ সেলিমসহ উপস্থিত ছিলেন চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.