হাইকোর্টে হাজির এমপি লিটন

0

সিটিনিউজবিডি : শিশু সৌরভকে গুলি করার মামলার একমাত্র আসামি গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন আদালতে হাজির হয়েছেন।
আগাম জামিন শুনানিতে অংশ নিতে সোমবার দুপুর ১টার কিছুক্ষণ আগে তিনি আদালতে হাজির হন।

এর আগে দুপুর ১টার মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেন। লিটনের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম সোমবার এ বেঞ্চে জামিন আবেদন উপস্থাপন করলে আদালত বেলা ১টায় আবেদনকারীকে শুনানিতে হাজির করতে বলেন। এরও আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী এসএম আরিফুল ইসলামের মাধ্যমে রবিবার আগাম জামিনের আবেদন করেন এমপি লিটন।

গত ২ অক্টোবর সকালে এমপির লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। তার দু’পায়ে গুলি লাগে। ঘটনার পরদিন সৌরভের বাবা বাদী হয়ে এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।এ ঘটনায় এমপির শাস্তি দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.