বুকে ব্যথা নিযে সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি

0

আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎ অসুস্থ বোধ করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বুখে ব্যাথা অনুভব করলে তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টের সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

আজ শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালায় নিজ বাড়িতে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।

এদিকে, সব রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠনের কথাও বলেন তার চিকিৎসক। তবে এই মুহূর্তে গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১ ওয়ানডে খেলা সৌরভ গাঙ্গুলি, ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন। তার দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.