কাক্কু, বিএনপি ইভিএমের আতংক ছড়ার

0

কাক্কু, বিএনপি ইভিএমের আতংক ছড়ার

রেজাউল কাক্কুঃ-

সালাম লইবেন। আশাকরি ভালা আছন। আগামী ২৭ তারিখ সিটি কর্পোরেশনের ভোট। প্রত্যেক ওয়ার্ড প্রস্তুত অনার প্রচারনা চালাইবার’লাই। জননেত্রী শেখ হাসিনা অনারে প্রার্থী গইজ্জে, দলের ইজ্জত থাকিব ইনশল্লাহ। নগরবাসী অনার সুনাম জানে। একাত্তোরের বীর মুক্তিযোদ্ধা ও খান্দানী পরিবারের সদস্য হিসেবে অনারে মানুষ ভালা পায়।

২৭ তারিখ মানুষ স্বতঃষ্পূর্তভাবে অনারে ভোট দিব। পাবলিকের কাছে অনার ব্যাপারে কোন সন্দেহ নাই। নৌকায় ভোট দিব ভোটার অ’ল। কিন্তু কাউন্সিলর মনোনয়ন লই কথা আছে। যারারে পাবলিকে ন’চায়, বাজারত ন’খায় তারারে দিয়ন। কিছু ওয়ার্ডত যোগ্য প্রার্থী পড়লেও অন্যান্য ওয়ার্ডত অনার দ’লর কাউন্সিলর প্রার্থী অ’ল খাম্বা। এই খাম্বা’ত বাতি ন জ্বলিব।

মাঝিরঘাট বাজারত বাইল্যা কদ্দে, অনার দলের কিছু নেতাকেতা বেশী ফুটানী দেখায়। এইল্যা ফুটানী ভালা নয়। তারারে কইবেন শেখ হাসিনা কইয়েদে ক্ষমতা আর কারাগার কাছাকাছি। তেইল্যার পোয়াও বাহাদুরী দেখায়। যারার গঁয়ত চর্বি বেশী হইয়ে, ট্যায়ার গরম দেখায়, তারারে চোখে চোখে রাখিবেন। আঁরার নেতা মহিউদ্দিন ভাই কইত’দে, কাক্কু অ’ল বেশী তাপালিং ন’গইজ্জ।

পতেঙ্গার ইউনুছ ভাই কদ্দে, এডে বাজারত খায়’দে ফরিদ ভাইরে। অনা’র দলের মনোনয়ন পাইয়েদে আরেক আদম। চকবাজারত আঁর মাইয়ার শ্বশুরবাড়ী, বরখানি ও মেজ্জাইন্যা গোস্ত লই গেইলাম। আঁর মাইয়া কদ্দে, অডি রেজাউল কাক্কুরে ভোট দিস। ইবা ভালা মানুষ। অ’নে প্রত্যেক ওয়ার্ড’ত যাইবেন। মানুষ অ’নার লাই দোয়া গ’রের।

বারিক বিল্ডিং মোড়ের জগদিস বাবু সারাদিন গাঁজা খায়, আঁরে কদ্দে, অডা ধানের শীষ ক’ডে। তারা হাওয়া হই গে’ইয়ে। চসিক এর নির্বাচন হইলদে উৎসবের মতো। ইভিএমে ভোট হইলে ভালা হইব। বিএনপি ইভিএমের আতংক ছড়ার। ইথারা ভালা’ন।

কৈবল্যধাম এলাকায় থাকেদে নবী চৌধুরী, তাইনে কদ্দে, ভোট হইবো নিরপেক্ষ ও সুষ্ঠ তাতে কোন সন্দেহ নাই। লাইল্যা থাকেদে ২৬ নং ওয়ার্ড’ত, ইথে কদ্দে হেডে ভালা প্রার্থী অইয়েদে ইলিয়াছ ভাই। ইবা স্বতন্ত্র প্রার্থী। অনারার প্রার্থীর সমর্থন ভালা নয়। বেয়াগ ওয়ার্ড’ত অনার দ’লর প্রার্থী অ’লর পজিশন কেরোসিন।

দেওয়ান বাজার গেইলাম জ্যাঠার বাড়ীত। জ্যাঠা কদ্দে, অডি মইন্যার মা, বাজার’ত ন যাইস। মাথা ঘুরি বেঁহুশ হবি। বাজার’ত গেলে বায়ুচড়া বেরাম হই’ব। কারণ, চইল, ডাইল, তেলের দাম আগুন। গরীবের বই সকালের ভাবী। আঁই বড় সমস্যায় আছি। বুড়া হইলাম, তারপরেও মাইনষে ক’দে ভাবী কেন আছি। ন’ বুঝিলাম।

৪১ ওয়াড’ত অনার দ’লের স্ট্রং কমিটি দরকার। কমিটির মধ্যে নেতা অ’লর পছন্দের মানুষ গল্লাইয়ে। নেতা অ’লর কাছে যারার চেহারা পছন্দ ন’য় তারারে যেন না রাখে। ইবা ভালা কাম ন’হয়। দলের পোষ্টমর্টেম যারা গরের তাঁরার তালিকা গ’রন। আগামী সপ্তাহ’রতুন আঁই অনার মার্কা নৌকা লই প্রচারত বাহির হইয়ুম।

কবিরা থাকেদে বউ বাজারত। ইতে কদ্দে, অনার দ’লত কিছু লাইল্যা-বাইল্ল্যা বড় বেশী ফালাফালি গ’রের। ইবা মানুষ ভালা ন’কয়। আল্লাহ অনারে ভালা রাখুক। স্বাস্থ্যবিধি মানি চলিবেন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

ইতি—– মইন্যার মা, জামাল খাঁন, চট্টগ্রাম।

সি টি নিউজ/ জু. সি ৩/১২/২০২১

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.