বন খেয়ে ফেলছে প্রভাবশালীরা

0

সি টি নিউজঃ জমি, ফুটপাত, খাল, বিল, সড়ক খাওয়া শেষ। এখন বন, পাহাড় খেয়ে ফেলছে প্রভাবশালীরা। বন সংরক্ষণ ও ব্যবস্থাপনার কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ না হওয়ায় এসব বন খেকোদের আগ্রাসন ঠেকানো যাচ্ছে না। টি আই বি’র গবেষনায় বলছে, বন অধিদফতরের সব স্তরের কার্যালয়ের কর্মকান্ডে তদারকি, পরিবীক্ষণ, জবাবদিহি ও বন অধিদফতরের দুর্নীতির প্রতিষ্ঠাকরন হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ৯৩ বছরের পুরানো বন আইনের কার্যকর প্রয়োজনীয় বিধিমালা ও কর্মপরিকল্পনা প্রনয়ন এবং আমুল সংস্কারের উদ্যোগের ঘাটতি রয়েছে।

সরকারী বনভূমির সুরক্ষা ও বনে বসবাসবারী জনগোষ্ঠীর প্রথাগত জমির যে অধিকার, তা নিশ্চিত করতে বন বিভাগের ওপর অর্পিত যে ক্ষমতা ও সক্ষমতা রয়েছে দু’টিরই তারা কার্যকর ও ন্যায় সংঙ্গত ব্যবহার করতে পারছেনা। কোন কোন ক্ষেত্রে জবরদখল এবং আত্মসাতের সঙ্গে যোগসাজশের দৃষ্টান্তও রয়েছে। সারাদেশের মতো চট্টগ্রামেও বন ও পাহাড় বেদখল হচ্ছে। পাহাড় কাটা হচ্ছে লাগামহীনভাবে।

সি টি নিউজ/ জু. সি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.