বি আর টি এ যেন মাছের বাজার

0

সি টি নিউজঃ চট্টগ্রাম রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয় নগরীর হাটহাজারী রোড নতুন পাড়ায়। বিআরটিএ কার্যালয়ে গত ২৯ ডিসেম্বর সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা গেল, যেন একটা মাছের বাজার। যানবাহন ও মানুষে ঠাসা সরকারী এই দফতরটি। লাইসেন্স নবায়ন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড সংগ্রহসহ নানা কাজে মানুষের রয়েছে ব্যস্ততা।

বিআরটিএ অফিসের ভেতর গাড়ী পার্কিং এর কোন শৃঙ্খলা নেই। পুরো এলাকাটির পরিবেশ নোংরা। আগন্তুক সেবা গ্রহীতাদের টয়লেটের কোন সুব্যবস্থা নেই। দালালদের রয়েছে উৎপাত। তবে দালালেরা অনেকটা চুপিসারে কর্মচারীদের যোগসাজসে নানা কৌষলে তাদের কাজ সমাধা করছে।

দালাল ছাড়া সেবা গ্যহীতারা নিজে কাগজপত্র করতে গেলে নানা অজুহাতে ভূল ধরতে থাকে কর্মচারীর। এক টেবিল থেকে আরেক টেবিল ঘুরিয়ে অনেক সেবাগ্রহীতাকে হয়রানি করারও অভিযোগ রয়েছে। শহর থেকে দূরে যাতায়াতেও রয়েছে বিড়ম্বনা। দূর থেকে দেখলে বুজা যাবে এখানে বড় একটা মাছের বাজার রয়েছে।

সি টি নিউজ/ জু.সি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.