সড়কে ওয়ার্কশপঃ বাড়ছে দূর্ঘটনা

0

সি টি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর শেখ মুজিব রোডে ফায়ার সার্ভিস কার্যালয়ের আগে এবং পরে মোটর পার্টস দোকানদারদের মেকানিকরা রাস্তার উপর কার মেরামতের কাজ চালাচ্ছে।  এতে করে সড়কজুড়ে যানজট লেগে থাকে।

বর্তমানে উড়াল সেতুর কাজ চলায় রাস্তা সংকীর্ণ হতে যাচ্ছে। মোটর পার্টস ব্যবসায়ীরা এই গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে দিনের ব্যস্ততম সময় প্রাইভেট কার থামিয়ে মেরামতের ওয়ার্কশপ প্রশাসনের নাকের ডগায় চালালেও থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ নির্বিকার।

প্রকাশ্য দিবালোকে নগরীর এই সড়কের উপর গাড়ীর ওয়ার্কশপ গড়ে উঠলেও প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় ঘটছে দূর্ঘটনা। দীর্ঘদিন যাবত বিমানবন্দরমুখী এই সড়কটি মোটরপার্টস ব্যবসায়ীরা একপাশ দখল করে ওয়ার্কশপ গড়ে তোলায় জনমনের যে দুর্ভোগ চরমে তা কি প্রশাসনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে ?

সি টি নিউজ/ জস

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.