প্রভাবশালীদের দখলে সরকারী সম্পদ

0

সি টি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনাগুলো ঠাঁয় দাঁড়িয়ে আছে।  রেলওয়ে, সড়ক ও জনপথ, সিটি কর্পোরেশন ও সিডিএর অনেক জায়গা এখন প্রভাবশালীদের দখলে। ক্ষমতার দোর্দন্ড প্রতাপে খাল, বিল, খাস জমি, আবাদী জমি, প্লট দখলে নেওয়া ভূমি দস্যুরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ভোগদখলে বছরের পর বছর।

কিছুদিন পর পর বন্দর, সিডিএ, সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে থাকা জায়গা উদ্ধার করলেও সড়ক ও জনপথ বিভাগ, রেলওয়েসহ অন্যান্য সংস্থাগুলো জায়গা-জমি উদ্ধারে উদ্যোগ নেয় কদাচিৎ।

নগরীতে সরকারী জমি, খাল, নালা, নর্দমা দখল করে বাড়ী, ঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে যুগের পর ‍যুগ অতিবাহিত করছে। বেহাত হওয়া সরকারী সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট বিভাগগুলো নির্বিকার।

প্রভাবশালীরা গিলে খাচ্ছে ও প্রতাপশালীদের পেটে সরকারী জায়গাজমি।

সি টি নিউজ/ জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.