ধর্মযাজক হত্যাচেষ্টা: জেএমবির ৪ সদস্যর ৫ দিনের রিমান্ড

0

সিটিনিউজবিডি : পাবনার ঈশ্বরদী উপজেলায় ধর্মযাজক লুক সরকার (৫০) হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম মঙ্গলবার বেলা ১২টার দিকে শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে রাজধানী ঢাকা, পাবনা ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সদস্য।

ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ৫ অক্টোবর সকাল ৯টার দিকে অজ্ঞাতপরিচয় তিন যুবক ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে লুক সরকারের ভাড়া বাসায় ঢুকে তাকে গলাকেটে হত্যার চেষ্টা করে।

এ ঘটনায় আহত লুক সরকার নিজেই বাদী হয়ে ওইদিন রাতে অজ্ঞাতপরিচয় তিন যুবককে আসামি করে একটি মামলা করেন।
লুক সরকারের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। তিনি পাঁচ বছর ধরে ঈশ্বরদী বিমানবন্দর সড়কের স্কুলপাড়া এলাকায় মনিরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.