স্ত্রী সাথে ঝগড়া করে প্রতিবেশিকে খুন

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীতে প্রতিবেশির লোহার রডের আঘাতে চন্দন বিশ্বাস (৪৫) নামে একজন খুন হয়েছেন। পুলিশ ঘাতক বিশ্বনাথ দেবকে (৪০) আটক করেছে।

সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে এলাকায় এ ঘটনা ঘটেছে। চন্দন বিশ্বাস দক্ষিণ কাট্টলীর লবণের মিল এলাকার জ্যোর্তিময় বিশ্বাসের ছেলে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, বিশ্বনাথ দেব প্রতিদিন গভীর রাত পর্যন্ত স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করত। গত (সোমবার) রাতে ঝগড়া শুরুর পর প্রতিবেশি চন্দন বিশ্বাস তাদের ঘরে গিয়ে আপত্তি জানায়। বিশ্বনাথের পরিবারের ঝগড়া, চিৎকারের জন্য প্রতিবেশিরা রাতে ঘুমাতে পারছেন না বলে তিনি অভিযোগ করেন।

এসময় বিশ্বনাথ উত্তেজিত হয়ে চন্দনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। গুরুতর আহত চন্দনকে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক এলাকায় অভিযান চালিয়ে বিশ্বনাথকে আটক করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.