উপ কমিটিতেও ‘মাইম্যান’

0

সি টি নিউজঃ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও সহ-সম্পাদকের সংখ্যা নিয়ে অতীতে অনেক সমালোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতারা রসিকতা করে বলতেন, যেখানে সেখানে দেখা হয় উপ কমিটির সদস্যের। আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য আলোচিত প্রতারক সাহেদের দুর্নীতির দায়ে আটকের পর উপ কমিটিগুলো নিয়ে সমালোচনা হয়।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এ প্রতিবেদককে বলেন, দলে ’মাইম্যান’ সংস্কৃতি বাদ দেওয়ার কথা নেত্রী শেখ হাসিনা বলেছেন। কিন্তু উপ কমিটিতে নিজেদের লোকদের জায়গা দিতে ’মাইম্যান’ তৈরী করা হচ্ছে। এর মধ্যে কোন কোন উপ কমিটিতে বিতর্কিতরাও আছেন। দলের শীর্ষ পর্যায় থেকে উপ কমিটিতে সদস্য অনুর্ধ ৪০ জন করার কথা বললেও, যে যার মত করে কমিটি দিচ্ছেন।

আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন,’আওয়ামী লীগ বড় সংগঠন। গত কমিটিতে অনেকে সফলভাবে কাজ করেছেন। তাদের বাদ দিলে সঠিক মুল্যায়ন হয় না। আবার বিশেষজ্ঞ ও দলীয় সংসদ সদস্যরাও আছেন। দলের নেতাদের জায়গা দিতে হয়। এটা না দিতে পারলে অনেককে অবমুল্যায়ন করা হয়। ফলে উপ কমিটিতে সদস্য সংখ্যা কিছুটা বেড়েছে।

সি টি নিউজ/ জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.