চসিক নির্বাচনে সন্ত্রাসীদের পদচারনা

0

সি টি নিউজঃ চট্টগ্রাম মহানগরীতে চসিক নির্বাচন কে কেন্দ্র করে পাড়া মহল্লায় বখাটে ও মাস্তানরা রাজনৈতিক আশ্রয়ে মাঠে সক্রিয় হচ্ছে। নগরীতে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে এরা দীর্ঘদিন লালিত পালিত হয়ে আসছিল। এরাই এখন কোন কোন কাউন্সিলর প্রার্থীর প্রচারনায় অংশ নিচ্ছে। এমনকি বিএনপির অনেক প্রার্থীর পক্ষেও চামচা চাটুকারদের সাথে পেশাদার সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।

নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, তাপালিং পার্টি নড়েচড়ে বসেছে। তাদের সাথে আছে কথিত নেতাদের চামচা চাটুকার। বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় জনগনের সাথে কথা বলে জানা গেছে, মাস্তান, পাতি মাস্তান, পলিটিক্যাল ক্যাডার সবাই যার যার পছন্দমত কাউন্সিলর বেছে নিয়ে নির্বাচনি প্রচারনায় নেমেছেন। অনেক কাউন্সিলর প্রার্থী ভোটের আগেই মনে করছেন, তিনি কাউন্সিলর হয়ে গেছেন। এমন মনোভাব ভোটারদের মধ্যে প্রভাব পড়েছে।

অনুসন্ধানে জানা যায়, চসিক নির্বাচনকে সামনে রেখে দলীয় ও স্বতন্ত্র সকল কাউন্সিলর প্রার্থীরা গনসংযোগ করতে গিয়ে নিজেদের টিমে বখাটে ও মাস্তানদের নিয়ে ভোট প্রার্থনা করায় সমালোচিতও হচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশিরভাগ ওয়ার্ডে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীরা এখনও মাঠে নামেননি।

এক আওয়ামী লীগ নেতা বলেন,’ চসিক নির্বাচনেও মাইম্যান সিস্টেম চলছে। নেতাদের চামচারাই প্রচারনায় মুখ্য ভুমিকা পালন করছেন। গোসাইলডেঙ্গা এলাকার এক মুদি ব্যবসায়ী বলেন, চসিক নির্বাচনে লালু পান্ডুরাই মাঠে। এরা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে যে কোন সময়। আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পুলিশ বলছে, অপারাধীরা নজরদারীতে আছে। কোন অপরাধ সংঘটিত করলেই আইনের আওতায় আসবে।

সি টি নিউজ/ জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.