চকবাজার নাজমাঈ ডেমিরেল দাতব্য চিকিৎসালয় উদ্বোধন

0

সি টি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালিত চকবাজার ওয়ার্ডের নাজমাঈ ডেমিরেল দাতব্য চিকিৎসা কেন্দ্রের জরাজীর্ণ ভবন সংস্কারের পর আজ সোমবার বিকেলে পুনরায় ওয়ার্ডের বাসিন্দাদের চিকিৎসার জন্য খুলে দেয়া হয়েছে। দাতব্য এই চিকিৎসা কেন্দ্রের ভবন সংস্কারের পর পুনরায় উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত এইচ ই মি. মুস্তাফা উসমান তুরান (H.E Mr. Mustafa OsmanTuran)।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টীকার কোচ অর্ডিনেটর ডা. ইসমাইল গুরানডকডু।  চট্টগ্রামস্থ তুরস্কের অনারাবী কনস্যুল মি. সালাহ কাশেম খান, অন্যান্যের মধ্যে আরো যারা বক্তব্য রাখেন তারা হলেন কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী।

প্রধান অতিথির বক্তব্যে তুরস্কের রাষ্ট্রদূত এইচ. ই মি. মুস্তফা উসমান তুরান বলেন, বন্ধুত্বের নিদর্শন স্বরুপ আমরা চট্টগ্রাম নগরীর চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে এই নাজমাঈ ডেমিরেল দাতব্য হাসপাতালের ভবনের সংস্কার কাজে সহায়তা করেছি। আমাদের প্রত্যাশা এই সহায়তা নগরীর গরীব দু:স্থ মেহনতি মানুষের কল্যানে আসবে। মহামারির এই দু:সময়ে গরীব মানুষ খুব অসহায় ভাবে দিন পার করছে। অন্ন যোগানের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিয়ে তাঁরা সবসময় ঝুঁকিতে থাকে। তাই গরীব জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় আমরা এগিয়ে আসছি। আগামীতে আমরা চট্টগ্রামের পাশাপাশি রাজধানী ঢাকাতেও এধরনের জনহিতকর কাজে সহায়তা করবো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.