মিয়ানমারে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

0

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের পূর্বাঞ্চলে সোমবার ভারি বর্ষণের ফলে সৃষ্ট এক ভূমিধসে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আশ্রয়হীন হয়ে পড়েছেন আরো শত শত মানুষ। এছাড়া বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলেও মঙ্গলবার স্থানীয় এক রাষ্ট্রীয় গনমাধ্যম জানিয়েছে।

সোমবার বিকেলে মিয়ানমারের কাইয়াহ রাজ্যের মাওয়াচি তাউং প এবং লোখালো গ্রাম দুটির মধ্যবর্তী এক পাহাড়ি এলাকায় ওই ভূমিধস আঘাত হানে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জন পুরুষ ও ৭ জন নারীসহ ১৭ জন নিহত হয়েছেন।

ভূমিধসে ৬০টি বাড়িও ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আশ্রয়হীন হয়েছেন ওই গ্রাম দুটির আরো ৩৬০ জন মানুষ। তাদের বিভিন্ন স্কুল ও হাসপাতালে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় দেয়া হয়েছে বলে ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ পত্রিকাটি জানিয়েছে। ওই এলাকায় আগামী দিনগুলোতে আরো বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এর আগে গত জুলাই মাসের বন্যায় মিয়ানমারে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। বন্যায় আক্রান্ত হয়েছিল ১৬ লাখের বেশি মানুষ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.