দূর্যোগ মোকাবেলায় সাইক্লোন সেন্টার প্রধান আশ্রয়স্থলঃ নজরুল ইসলাম এমপি

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, যেকোন দূর্যোগ মুহুর্তে সাইক্লোন শেল্টার এলাকার অসহায় মানুষের একমাত্র আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সে বিষয়টিকে আনুধাবন করে সরকার উপকুলীয় এলাকা ও বন্যা কবলিত এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়।

স্বাভাবিক সময়ে সাইক্লোন শেল্টারে এলাকার ছেলে-মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বর্তমান সরকারের এ সকল ইতিবাচক কর্মকান্ডগুলোকে যথাযথভাবে ব্যবহারের জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান।

শনিবার সন্ধ্যায় কানাইমাদারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী উল্লেখিত কথাগুলো বলেন।

চন্দনাইশে উত্তর জাফরাবাদ দায়েমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাঠানদন্ডী উজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাইনজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৪টি বিদ্যালয়ে ২৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টার নির্মিত হচ্ছে। যা আগামী ১ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী রেজাউন নবী।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. বেলাল হোসাইন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. ছাদেক, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা ফেরদৌস খান, যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, কৃষক লীগ সাধারণ সম্পাদক নবাব আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারন সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, চামুদরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি আবদুর রহিম চৌধুরী, যুবলীগের যুগ্ম আহবায়ক এএসএম মুসা তসলিম, মুরিদুল আলম মুরাদ, আ’লীগ নেতা যথাক্রমে সেলিম উদ্দিন চৌধুরী, আবদুল আলীম, শেখ মহিউদ্দিন চৌধুরী, শিক্ষক মিন্টু কুমার দাশ, সুপার মাও. আজিজুল্লাহ, যুবলীগ নেতা যথাক্রমে আনছারুল হক, মফিজুর রহমান মুন্না, নিবু বড়ুয়া, আবু জাফর মেম্বার, মীর মো. ফারুক হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আনিসুল হক মিঠু, ইরফান সাদেক শুভ, সাখাওয়াত হোসেন করিম, মোস্তাফিজুর রহমান, রবিউল হোসেন, জাহিদুল ওসমান নেচার, মাস্টার আমির হোসেন, সুলতানা রাজিয়া বেগম, লুৎফুন্নাহার বেগম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.