ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই- নওফেল

0

সিটি নিউজ : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,আশা করি চট্টগ্রাম সিটি নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।‘ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছি। ভোটার নম্বরের পর ফিঙ্গার প্রিন্ট যাচাই করে শতভাগ নিশ্চিত হয়ে ভোট নেওয়া হয়েছে। একটা বিষয় দেখলাম এই পদ্ধতিতে ভোটে ম্যাকানিজম বা জালিয়াতির কোনো সুযোগ নেই। একদম সুষ্ঠু ভোট হচ্ছে।’ এসময় তিনি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, চট্টগ্রাম নগরীর জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারার প্রার্থী একজন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে ভোট দেবেন। নগরীর মানুষরা চায় যেন তাদের ন্যূনতম সেবাগুলা নিশ্চিত হোক। তারা জানেন রেজাউল করিম নির্বাচিত হলে এসব সেবা নিশ্চিত হবে।’

এসময় তার সঙ্গে ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী ও দলের নেতাকর্মীরা।

সিটি নিউজ / জি এস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.