চন্দনাইশের তিন জন চসিক কাউন্সিলর নির্বাচিত

ফেরদৌসি আকবর মহিলা কাউন্সিলর নির্বাচিত

0

নিজস্ব প্রতিবেদক,সিটি নিউজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৪১টি ওয়ার্ডে মোট ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএম’র মাধ্যমে একযোগে ভোটগ্রহন উদ্বেগ-উৎকন্ঠা, সহিংসতা ও নানা অনিয়মের মধ্যে দিয়েই শেষ হয়েছে। এখন চলছে গণনা। এদিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষিত না হলেও কেন্দ্র থেকে ওয়ার্ড ভিত্তিক কিছু ফলাফল পাওয়া গেছে। সেসব ফলাফলের তথ্যমতে অনুষ্ঠিত নির্বাচনে চন্দনাইশ উপজেলার তিন জন চসিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
নগরীর ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে চতুর্থবার বিজয়ী কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড পুনরায় নির্বাচিত কাউন্সিলর মোবারক আলী। ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।
অন্যদিকে চন্দনাইশের বধু ফেরদৌসি আকবর নব নির্বাচিত মহিলা কাউন্সিলর সংরক্ষিত ওয়ার্ড (২৮,২৯,৩৬)।
চন্দনাইশ উপজেলার সর্বস্তরের জনগণ তাদের এ বিজয়ে আনন্দিত ও উৎসাহিত।
অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী আর ধানের শীষ প্রতীকে ডা. শাহাদাত হোসেন, মিনার প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, আম প্রতীকে এনপিপির আবুল মনজুর, হাতপাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) দুপুরের পর ভোট বর্জন করার ঘোষণা দেন।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরের ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ ভোটার এবার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার কথা থাকলেও বেশির ভাগ ভোটাররা কেন্দ্রে যায়নি।
সিটি নিউজ / জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.