পোস্টার-ব্যানার সরাতে মাঠে নেমেছেন চসিকের নতুন মেয়র

0

সিটি নিউজ ডেস্ক:  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেছেন নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার সকাল ১১টার দিকে বহদ্দারহাট এলাকায় নিজ হাতে পোস্টার-ব্যানার অপসারণ করেন।

এসময় ক্লিন ও গ্রীন সিটি গড়তে নগরবাসীর সহায়তা কামনা করে নতুন মেয়র বলেন, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমি উদ্যোগী হবো। চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে পোস্টার অপসারণের ব্যাপারে বলা হয়েছে। একইসঙ্গে নব-নির্বাচিত কাউন্সিলরদেরও নিজ নিজ এলাকা থেকে আজ ও আগামিকালের মধ্যে সব পোস্টার অপসারণ করতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল থেকে নির্বাচনী পোস্টারগুলো ব্যবহার করে গরিব, অসহায় শিশুদের জন্য খাতা বানানোর কাজে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। এছাড়া চসিক নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের টাঙানো পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। এরপর এসব ব্যানার ও পোস্টার অপসারণে কাজ শুরু করেছেন চসিকের পরিচ্ছন্ন কর্মীরা।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.