মিয়ানমারে আনন্দ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলা

0

আন্তর্জাতিক ডেস্কঃ  মিয়ানমারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।  সেনা অভ্যুত্থানের সমর্থনে আনন্দ মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

বিবিসি জানায়, আজ সোমবার অভ্যুত্থানের পর এর সমর্থনে কয়েকটি গোষ্ঠী আনন্দ মিছিল বের করে। সুলে প্যাগোডার কাছে সামরিক বাহিনী সমর্থিত বিক্ষোভকারীরা স্থানীয় এবং বিদেশি সাংবাদিকদের ওপর হামলা করেছে।

ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে সাংবাদিকদের মারধর করতে দেখা গেছে বলে বিবিসির খবরে বলা হয়। এদিন ইয়াঙ্গুনের প্রধান সড়কে ট্রাকে করে পতাকা হাতে সেনা সমর্থকদের ঘুরে বেড়াতে দেখা গেছে।

নেপিডোর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর আগ্নেয়াস্ত্র, ট্যাংক এবং হেলিকপ্টার উড়তে দেখা গেছে। একই এলাকায় পার্লামেন্টে যাওয়ার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে সামরিক বাহিনী।

আজ সোমবার ভোরে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ কয়েকজন মন্ত্রীকে আটক করার পর দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের পর মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে– দেশটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.