অটোরিক্সা ভাঙতে ৬০ হাজার টাকা

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিএনজি চালিত অটোরিক্সার আয়ুস্কাল শেষ হলে ভাঙ্গতে মালিকের কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম নেই। বিআরটিএ এসব তাদের দায়িত্বে ভাঙ্গবে। অথচ চট্টগ্রামে ইঞ্জিন ও চেচিস নম্বরে ক্রুটির অজুহাতে কৌশলে অটোরিক্সা ভাঙ্গা বাবদ নেওয়া হচ্ছে কমপক্ষে ৬০ হাজার টাকা।

অটোরিক্সার মালিকেরা জানান, দালাল ও পরিবেশকদের মাধ্যমে নেওয়া এই টাকার একটি অংশ পান বিআরটিএর কর্মকর্তারাও। এই ভাঙ্গা শুরু হয়েছে ২০১৮ সাল থেকে। ভাঙ্গা হয় ৭ হাজার ৫শ সিএনজি চালিত অটোরিক্সা।

গত ৩০ ও ৩১ জানুয়ারী ভাঙ্গা হয় আরো গাড়ী। এবার সাড়ে ৪ হাজার। গাড়ী প্রতি গড়ে ৬০ হাজার টাকা করে নেওয়া হলে মোট ১২ হাজার গাড়ি ভাঙ্গায় লেনদেন হয়েছে অন্ততঃ ৭২ কোটি টাকা।

চট্টগ্রাম বিআরটিএ বলছে, গাড়ী ভাঙ্গতে কোন টাকা নেওয়া হচ্ছেনা। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে এ ব্যাপারে দুদকে অভিযোগ করেছেন নুরুল ইসলাম নামে এক ভুক্তভোগী।
সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.