করোনার টিকা নিয়ে গুজব প্রতিরোধে মাঠে থাকবে ছাত্রলীগ

0

সিটি নিউজ ডেস্ক: সারা দেশে আগামীকাল রোববার থেকে নভেল করোনাভাইরাসের টিকা দেবে সরকার। এ টিকা নিয়ে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে মাঠে থাকবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। করোনার শুরুতে সাধারণ মানুষের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছে তারা।  এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় জানান, ‘করোনার প্রকোপের শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় মানবিকভাবে হাত বাড়িয়েছে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী। এখন যেহেতু করোনার টিকা দেওয়া শুরু হয়েছে, তাই এ নিয়ে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে সার্বিকভাবে মাঠে থাকবে ছাত্রলীগ।’

জয় আরো বলেন, ‘করোনার টিকা নিয়ে কেউ যদি কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করে, ছাত্রলীগ তা প্রতিরোধে কাজ করবে। এ সময় করোনার টিকা নিতে আসা ব্যক্তি বা যারা নিতে চান তাদেরও সহযোগিতা করবেন ছাত্রলীগের নেতাকর্মীরা।’

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, ‘জাতির যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার সংগঠনের নামই ছাত্রলীগ। করোনার সময় আমাদের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি দেশ করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই টিকা পেয়েছি। আর এটা নিয়ে যেন কেউ কোনো গুজব ছড়াতে না পারে তার জন্য আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে।’

করোনাকালে মানুষের পাশে দাঁড়ানো ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিভিন্ন সময় বাংলাদেশ ছাত্রলীগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সর্বশেষ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা যে কাজগুলো করে গেছো, তার জন্য সব সময় আমরা সাধুবাদ জানাই। আমি দেখি যে বৃক্ষরোপণ করা, ধান কেটে কৃষককে সহযোগিতা করা বা করোনাভাইরাসের সময়ে আক্রান্ত রোগী এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, যখন ঝড় এলো, সেই ঝড়ের সময়ে মানুষের পাশে দাঁড়ানো, এই যে মানুষের সেবার জন্য যেই কাজগুলো করে যাচ্ছ, সেটাই হচ্ছে বড় কাজ।’ এ সময় মহামারি মোকাবিলায় কোনো কাজকে অবহেলা না করে বা ছোট মনে না করে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটতে এগিয়ে আসায় তাদের প্রশংসা করেন শেখ হাসিনা।

ওই সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যে কৃষক মানুষের খাবারের জন্য ফসল ফলায় তারা অবহেলার পাত্র না, বরং তাদের সম্মান অনেক বড়। আজকে যখন তোমরা ধান কেটেছ ছাত্রলীগের ছেলেরা, এটাই প্রমাণ হয়েছে যে, কোনো কাজকে তোমরা ছোট করে দেখ নাই। আমি আবারও বলব, যখনই নিজের গ্রামে যাবে নিজের দেশে যাবে কাউকে ছোট করে দেখবে না। কোনো কাজকে ছোট করে দেখবে না। সব কাজেরই গুরুত্ব আছে। সব কাজেরই মূল্য আছে।’

গত মার্চে করোনার ছড়িয়ে পড়ার পর কৃষকের ধান কাটা থেকে শুরু করে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং কর্মহীন মানুষের পাশে খাদ্য বিতরণ করে আলোচনায় আসে বাংলাদেশ ছাত্রলীগ।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.