বিআরটিএ কার্যালয়ে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই

0

সিটি নিউজঃ চট্টগ্রাম বায়েজিদ হাটহাজারী সড়কে অবস্থিত সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে গাড়ির নেমপ্লেটসহ বেশকিছু দরকারি নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রবিবার রাত সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফরিদ আহমেদ।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ ও হাটহাজারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দুই জায়গায় লেগেছিল। প্রথমে স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে, সেখান থেকে আগুন রেকর্ড রুমে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে স্টোর রুমে বিভিন্ন কার্টনে রাখা গাড়ির নম্বরপ্লেটগুলো পুড়ে যায়। এতে বেশকিছু নথিও পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.