জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

0

শিক্ষাঙ্গণ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। একযোগে ১৩টি পরীক্ষাকেন্দ্রে শুক্রবার বেলা বিকেল ৩টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের তথ্যানুযায়ী এবার ‘সি’ ইউনিটে ৬২০টি আসনের (বাণিজ্য ৫৪০টি ও অন্যান্য ৮০টি) বিপরীতে ৩৪ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পরীক্ষার আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষেধের পাশাপাশি পরীক্ষার্থীদের হাফ হাতার জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে আসার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ধর্মীয় অনুশাসনের পোশাকে এ শর্ত শিথিলযোগ্য হলেও তাদের জন্য বিশেষ নজরদারি থাকবে।

এ ছাড়া ভর্তি পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভর্তিসংক্রান্ত অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিতে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.