বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষেদর বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন

0

সিটি নিউজ: চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ এর উদ্যোগে গত ১৭ মার্চ (বুধবার) বিকালে চট্টগ্রাম জুবিলী রোডস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ এর আহ্বায়ক চট্টগ্রাম মুহাম্মদ এয়াকুব।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতাকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বলেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেন, টঙ্গীপাড়ার খোকা বলেছিলেন একদিন বড় হয়ে এই দেশ জাতিকে মুক্ত করে ছাড়বো। আজ সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

প্রধান বক্তা কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শফর আলী বলেন, বাংলাদেশ সরকারের উদ্দেশ্যকে সুখময় করার জন্য শ্রমিক জনতা সরকারের পক্ষে আছে থাকবে। বাংলাদেশের কোথাও শ্রমিক কোন আন্দোলন করতে হয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদেরকে বেতন, বোনাস, গ্রীষ্মকালীন ভাতা, বৈশাখী ভাতা সকল কিছু সরকার আইন করে পাশ করে দিয়েছে। এখন আর কোনো কৃষক বুলেটের মুখে মৃত্যুবরণ করতে হয়না।

চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ এর সদস্য সচিব মোঃ মিরন হোসেন (মিলন) বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতির পূর্ব পাকিস্তানী পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাঙালি জাতি হিসেবে বিশে^ আজ আত্মস্বীকৃতি পেতাম না।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগ এর সভাপতি ও চট্টগ্রাম বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ নওশাদ, বেলাল আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইয়াছিন আরাফাত, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি নুরুর আলম মিয়া, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী, উজ্জ্বল বিশ^াস, মোঃ বখতিয়ার উদ্দিন, ইউএসটিসি সিবিএ’র সভাপতি মোঃ মানিক মিয়া, মোঃ ওসমান গনি, সৈয়দ মোঃ জাহাঙ্গীর, নজরুল ইসলাম খোকন, নুরুল আলম লেদু, মোঃ শাহ আলম ভূঁইয়া, হারুন অর রশিদ রনি, মোঃ জসিম হাজারী, আবু বক্কর সিদ্দিক, শাহীন আলম, মোঃ মাছুম, শেখ মোঃ মহিউদ্দিন, মোঃ বেলাল হোসেন, মোঃ নুরুল আমিন, মোঃ সৈয়দুল ইসলাম, আকবর আলী শাহ্, সদস্য মোঃ আমির হোসেন বাচ্চু, মোঃ মঞ্জু, মোঃ সোহেল, মোঃ দুলাল, মোঃ ইউসুপ, মোঃ জাহাঙ্গীর, মোঃ জসিম সিকদার, মোহাম্মদ আলী, আবদুর রাহিম, মোঃ মাঈনউদ্দিন, মোঃ কায়সার, মোঃ দেলোয়ার, মোঃ রবিউল সহ প্রমুখ নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চট্টগ্রাম দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আলমগীর। আলোচনা শেষে দোয়া মাহফিলে মুনাজাত পেশ করেন, শ্রমিক লীগ নেতা মোঃ ওমর ফারুক।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.