বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবেঃ মফিজুর রহমান

0

সিটি নিউজঃ বাংলাদেশ তাঁতীলীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক দিদারুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব পরিমল কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ মার্চ) দক্ষিণ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন ইমরান, কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য জেমস ডি সিলভা, চট্টগ্রাম মহানগর তাঁতীলীগের সভাপতি নুরুল আমিন মানিক, সাধারণ সম্পাদক রত্নকর দাশ টুনু, দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন, লিয়াকত আলী, আর.কে রুবেল, বখতেয়ার উদ্দিন চৌধুরী করিম, লায়ন দীপঙ্কর দাশ, জেলা সদস্য মোঃ মহিউদ্দিন, নুপুর দাশ, রুবেল শীল, মোঃ সালাউদ্দিন চৌধুরী, আশীষ মিত্র, ইঞ্জিনিয়ার এম.এ মালেক, দীলিপ সুশীল, সাদনান চৌধুরী জিয়া, সাদ্দাম হোসেন, মিশু ইমরান চৌধুরী, আনোয়ার হোসেন, রহমত আলী, সামশুল হক, বিকাশ নাথ, মোঃ মহিউদ্দিন, মোঃ রুবেল, তিসা হাবিব উল্লাহ হাবিব, অভিজিৎ বিশ্বাস মুন্না, সৌরভ হোসেন, মঞ্জুরুল ইসলাম, মোস্তাক আহমেদ, মোঃ মনসুর আলম, মোঃ হানিফ ইকবাল, ফয়েজ তৌহিদ, হাসনা আরা বেগম, উপজেলা মহিলা সম্পাদিকা ফাতেমা বেগম, সাতকানিয়া উপজেলা সভাপতি মোঃ সোহরাব, সাধারণ সম্পাদক মোঃ রুহুল্লা চৌধুরী, লোহাগাড়া উপজেলা সভাপতি ডাঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, পটিয়া উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক, বাঁশখালী উপজেলা সভাপতি মোঃ মনসুর আলম, সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, বোয়ালখালী উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন চৌধুরী, মোঃ সাব্বির, তোফায়ল আহমদ, হাসান মুনির, মুকিম, সোইয়েব, নিজাম, হিরু, সাগর, জিন্না মিয়া, গফুর নাছির, রহিম খান, হেলাল, হাকিম, জসিম, সাইফু, ফারুক, যীশু তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের শৃঙ্খলার প্রতি মনোযোগি হতে হবে। বঙ্গবন্ধুর উপর জননেত্রী শেখ হাসিনার উপর সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের উপর অনেক বই আছে সেগুলো পড়তে হবে। আর বঙ্গবন্ধুর আত্মজীবনী নিজে পড়বেন, পরিবারকে পড়াবেন, প্রতিবেশীকে পড়াতে উৎসাহ করাবেন। এদেশ মুক্তিযোদ্ধাদের দেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দেশ। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রধান বক্তা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জঙ্গিবাদ, সন্ত্রাস, বিএনপি-জামাতের একের পর এক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। আসুন আমরা সেভাবে দলকে শক্তিশালী করি। আমাদের দলকে গ্রামে-গঞ্জে, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, পর্যায়ে শক্তিশালী করার মধ্য দিয়ে তাদের কথার সমুচিত জবাব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁতী শিল্পের জন্য যেভাবে বরাদ্দ দিয়েছে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সিটি নিউ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.