গতি আর বাউন্সের সামনে বরাবরই দুর্বল বাংলাদেশের ব্যাটসম্যানরা

0

সিটি নিউজ ডেস্ক : দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পারফরম্যান্স কখনোই আশা জাগানিয়া নয়। বিশেষ করে এশিয়ার বাইরে একটু বেশিই হতাশজনক। গতি আর বাউন্সের সামনে বরাবরই দুর্বল বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে যার প্রমাণ পাওয়া গেছে আরও একবার। দ্বিপাক্ষিক সিরিজে বড় দলগুলোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বরাবরই হতশ্রী টাইগার ব্যাটিং।

ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে ৩ ম্যাচে জয় মাত্র ১টিতে। সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২০৩ সর্বোচ্চ ২৫০। দক্ষিণ আফ্রিকায় এখনো জয়হীন দল। ৮ ম্যাচে প্রোটিয়াদের মাটিতে সর্বনিম্ন সংগ্রহ ১৩৩, সর্বোচ্চ ২৭৮।

তবে ওশেনিয়ায় রেকর্ডের খাতা আরও জরাজীর্ণ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত খেলা দ্বিপাক্ষিক সিরিজে ১৯টি ওডিআইয়ের সবক’টিতে হেরেছে বাংলাদেশ। তাসমান সাগরপাড়ে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৭৪। এবারও একই দশা। ওশেনিয়ার উইকেট দুর্বোধ্য!

সাবেক ক্রিকেটার আতহার আলি বলেন, বাংলাদেশ জাতীয় দল নিউজিল্যান্ডের বোলাররা অনেক শর্ট বল করেছে। ব্যাটসম্যানদের ব্যাকফুটে খেলতে বাধ্য করেছে। যেটাতে বাংলাদেশি ব্যাটসম্যানরা কিছুটা দুর্বল। দেশের মাটিতে স্লো আর লো পিচে খেলে তারা। বাংলাদেশে একইরকম উইকেট তৈরির কোনো বিকল্প নেই। ইয়াংস্টাররা ওই উইকেটে খেলে অভ্যস্ত হবে, যাতে জাতীয় দলের হয়ে বিদেশের মাটিতে খেলতে আর এমন সমস্যা না হয়।’

এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে টম ল্যাথামের দলের বিপক্ষে তামিমরা শেষ ওডিআই খেলেছিল ডানেডিনে। ৩৩১ রানের টার্গেটে খেলতে নেমে অলআউট হয়েছিল ২৪২ রানে। এবার শুরুটা হলো সেই ডানেডিনেই। তবে, বোল্ট-হেনরিদের সামনে এবার আরও ছন্নছাড়া বাংলাদেশের ব্যাটিং।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.