নিজস্ব সামাজিক যোগযোগ মাধ্যম আনছেন ট্রাম্প

0

সিটি নিউজ ডেস্ক: নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২২ মার্চ) সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

রোববার (২১ মার্চ) ফক্স নিউজকে এ কথা জানান ২০২০ সালের মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার। আগামী দুই-তিন মাসের মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করছেন, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন মিলার।

চলতি বছরের শুরুতে সহিংসতা উসকে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সামাজিক যোগাযোগের প্রায় সব মাধ্যমে নিষিদ্ধ হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নিজেই একটি মাধ্যম গড়তে যাচ্ছেন। মিলার জানান, টুইটার, ফেসবুকের চেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রাম্প গড়ে তুলবেন বলে আশা করছেন তার অনুসারীরা।

সিটি নিউজ / এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.