মোদীবিরোধী সমাবেশে সংঘর্ষঃ শিশু বক্তা মাদানীসহ আটক ৫

0

সিটি নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৫/৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ১০/১৫ জন নেতাকর্মী। আটক করা হয়েছে শিশু বক্তা মাদানীসহ ৫ জনকে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়।

প্রথমে মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে করেছে বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়।

পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানান পল্টন থানার ডিউটি অফিসার এসআই শিউলি। তিনি বলেন, এ ঘটনায় থানার আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিন্টু কুমার বলেন, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শাপলা চত্বর এলে পুলিশ সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর আক্রমণ শুরু করে। এতে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন গুরুতর আহত।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন দাবি করে বলেন, সংগঠনের ১০/১৫ জন কর্মী আহত হয়েছেন। আরও পাঁচজন কর্মীকে পুলিশ আটক করেছে।

এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয় জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, মতিঝিল-পল্টনের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ৫/৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অবস্থান করছি।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.