ভারত সাময়িক বন্ধ করলো করোনার টিকা রপ্তানি

0

সিটি নিউজ: করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নিজস্ব চাহিদার কথা বিবেচনা করে ভারত সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা রপ্তানি বন্ধ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিবিসি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সামনে আরও অবনতি হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে টিকা রপ্তানি বন্ধ করা হয়েছে। আগামী এপ্রিলের শেষ পর্যন্ত রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ কয়েকটি দেশে টিকা পাঠাতে দেরি করেছে। যদিও দেশটি এ পর্যন্ত ৭৬টি দেশে ৬০ মিলিয়নের বেশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকোর টিকা রপ্তানি করেছে।

রপ্তানি কার্যক্রম বন্ধের ফলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আমদানিকারক দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বিশ্বব্যাপী কোভিড ভ্যাকসিন প্রক্রিয়াও প্রভাবিত হতে পারে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন টিকা বণ্টনের এ উদ্যোগটিতে ১৯০টি দেশ রয়েছে।

সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড ইউনিভার্সিটি ও যুক্তরাজ্য-সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ সমন্বয়ে তৈরি এ টিকাটি ভারতে ‘কোভিশিল্ড’ নামে উৎপাদন করছে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.