মেয়েদের বিয়ে ১৮ বছরের নিচে দেওয়া যাবে না

0

ঢাকা অফিস  :    ১৮ বছরের নিচে মেয়েদের কোনোভাবেই বিয়ে দেওয়া যাবে না , মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন।  জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এফডিসিতে শনিবার দুপুরে ‘বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক উন্মুক্ত সংলাপে তিনি এ তথ্য জানান।

জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম, উন্নয়ন সেবা সংগঠন, ইন্টারনেশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ইসলামিক রিলিফ ও ডিবেট ফর ডেমোক্রেসি এ উন্মুক্ত সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহেমেদ চৌধুরী কিরণ।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশুর সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সামাজিক কারণে শিশু বঞ্চনার শিকার হয়। নির্যাতনের শিকার হয়। তাই দারিদ্র্য যত কম, শিশু নির্যাতন তত কমবে।’

শিশুদের উদ্দেশে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘তোমরা সাহস ও ক্ষমতা নিয়ে নির্যাতন, শিশুশ্রম ও বাল্যবিবাহের বিরুদ্ধে বলবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘যারা মায়ের পেটেও শিশুদের নিরাপদ রাখে না আমরাও তাদের নিরাপদ রাখবো না।’

শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.