পিতা আবদার পূরণ করতে না পারায় ছেলের মোটরসাইকেল চুরি

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ: বাবার কাছে আবদার ছিল মোটরসাইকেল কিনে দিতে হবে। তার বাবা আবদার না রাখায় মোটরসাইকেলটি চুরি করে।

মোটরসাইকেলসহ জিয়া উদ্দিন শুভ (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (১২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন।

গ্রেফতারকৃত জিয়া উদ্দিন শুভ জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকার মো.সেলিম উদ্দীনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্টেডিয়ামের বিক্রয় ও বিতরণ বিভাগে ইঞ্জিনিয়ার আবু মুসার মোটরসাইকেল চেরাগী পাহাড় মোড় থেকে চুরি হয়ে যায়। একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে টাইগারপাস পুলিশ বক্সের পাশ থেকে জিয়া উদ্দিন শুভকে আটকের পর ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, জিজ্ঞাসাবাদে শুভ মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করে। শুভ জানায়, তার বাবার থেকে একটি মোটরসাইকেল ক্রয় করার আবদার করে। তার বাবা আবদার না রাখায় মোটরসাইকেলটি চুরি করে। নতুন ভার্সনের মোটরসাইকেল হওয়ায় এবং পছন্দ হওয়ায় মোটরসাইকেলটি চুরি করে বলে জানায শুভ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.