আফ্রিকার শরণার্থী বোঝাই নৌকাডুবির ঘটনায় ৩৪ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্ক : এডেন সাগরে ইয়েমেন থেকে মধ্যপ্রচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, ওই ঘটনায় ৩৪ জন অভিবাসনপ্রত্যাশী অকালে প্রাণ হারিয়েছেন।

অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এর বরাতে এএফপি জানায়, সোমবার (১২ এপ্রিল) আফ্রিকার দেশ জিবুতির উপকূলে স্থানীয় সময় ভোর ৪টার দিকে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিকের জানান, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে।

আইওএম ধারনা করছে, মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে কড়াকড়ি থাকায় অভিবাসীরা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পড়ে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.