বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরে ডুবে শিশুর মৃত্যু, কঙ্কাল উদ্ধার

0

সিটি নিউজ : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে গতকাল দুপুর থেকে নিখোঁজ এক শিশুর কঙ্কাল উদ্ধার হয়েছে।

আজ (২৭ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

নিহত নুর আলম (৯) বায়েজিদ বোস্তামীর মাজারের কাছে একটি বস্তিতে পরিবারের সঙ্গে থাকত। তার বাবা নুর মোহাম্মদের বাড়ি হবিগঞ্জে বলে জানায় পুলিশ।

এ সব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক বলেন, ‘পুলিশ মাজারের সিসিটিভি ফুটেজ দেখেছে। এতে দেখা যায় নুর আলম দুপুর ১টা ২০ মিনিটের দিকে মাছ ও কচ্ছপকে খাওয়ানোর সময় পা পিছলে পড়ে যায়।’

পানিতে পড়ে যাওয়ার পর তাকে হাত-পা ছোঁড়াছুঁড়ি করতে দেখা গেলেও সে আর উঠে আসতে পারেনি, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘পুকুরে ২০ থেকে ৩০ কেজি ওজনের কচ্ছপ ছাড়াও বড় বড় গজার, পাঙ্গাসসহ অন্যান্য রাক্ষুসে মাছ আছে বলে মাজারের তত্ত্বাবধায়ক পুলিশকে জানিয়েছে। ডুবে যাওয়ার পরে শিশুটিকে মাছেরা খেয়ে ফেলেছে।’

পুলিশ জানায়, শিশুটির মাথা ও ধড় পুকুরের আলাদা আলাদা জায়গায় পাওয়া গেছে। এতে বোঝা যায় যে, রাক্ষুসে মাছগুলো শিশুটির দেহ ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলেছিল।

শিশু নুর আলম সাঁতার জানতো না বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.