জুবায়ের সিদ্দিকী: স্বাস্থ্য মন্ত্রাণালয়ের ডাউস বিজ্ঞাপন পেয়ে লোভ সামলাতে পারেনি পত্রিকার মালিকারা। সাংবাদিকদের যখন হেনস্থা ও নির্যাতন করা হচ্ছে তখন স্বাস্থ্য মন্ত্রাণালয়ের বিজ্ঞাপনে রোজিনাকে দোষী করা হলেও সে সব পত্রিকা বিজ্ঞাপন ছাপিয়ে তারা ভাল কাজ করেনি।
বিজ্ঞাপনের খায়েশ, সৎ সাংবাদিকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। রোজিনার জন্য সম্পাদকরা বিবৃতি ও মায়াকান্না করলেও লোভ-লালসার উর্ধে উঠতে পারেননি। তাদের এই মনোভাব ও বিজ্ঞাপনের খায়েশকে নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।
সিটি নিউজ/জস/এসআরএস